সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট শুনানি ১৭ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ১৪ই আগস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী, যিনি নিজেই রিট আবেদনটি করেছিলেন।
এর আগে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়।
রিটে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে হবে।
এছাড়া, ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারির আবেদনও করা হয়েছে।
উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই দিনে-দুপুরে এসব পাথর তোলা হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।
এসএ/