চুরি হওয়া সাদাপাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ১৪ই আগস্ট ২০২৫

সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পাথর লুটকারীদের তালিকা আদালতে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এসডি/