রাজধানীতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৪ই আগস্ট ২০২৫


রাজধানীতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা
সংগৃহীত ছবি।

রাজধানী ঢাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


 বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। এ সময়ে কেউ ফানুস ওড়ালে তা আইন লঙ্ঘনের আওতায় পড়বে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডিএমপি বলেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফানুস ওড়ানোতে আগুন লাগা, দুর্ঘটনা এবং অন্যান্য ঝুঁকি তৈরি হতে পারে, যা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।


নগরবাসীকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।



এসডি/