ঘরোয়া টোটকাই অপারেশন ছাড়াই নির্মূল হবে পিত্তথলির পাথর


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:০৩ পিএম, ১৫ই আগস্ট ২০২৫


ঘরোয়া টোটকাই অপারেশন ছাড়াই নির্মূল হবে পিত্তথলির পাথর
ছবি: সংগৃহীত

আজকাল কার সময়ে গলব্লাডার বা পিত্তথলিতে পাথরের সমস্যা খুবই সাধারণ। অনেকেই প্রথম দিকে বুঝতেই পারেন না যে তারা এই সমস্যায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে হালকা পেটব্যথাকে সাধারণ সমস্যা মনে হওয়ায় অনেকেই শুধুই পেটব্যথার সাধারণ ওষুধ খেয়ে চলেন। কিন্তু এতে কার্যকারিতা সীমিত থাকে এবং ক্রমশ পরিস্থিতি আরও জটিল হতে পারে।


যদি পিত্তথলির পাথর ছোট হয়, তা প্রায়ই নিজে থেকেই গলে যায় বা অন্ত্রের মাধ্যমে বের হয়ে যায়। তবে বড় পাথর বা আটকে থাকা পাথরের ক্ষেত্রে সমস্যা গুরুতর বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিছু ঘরোয়া টোটকা মানলে অপারেশন ছাড়াই ছোট পাথর কমানো বা গলানো সম্ভব। 


চলুন জেনে নিই  টোটকাগুলো: 


সাইট্রাস ফল


পিত্তথলিতে পাথর থাকলে অনেকের পেটে ব্যথা হয়। সাইট্রাস ফল নিয়মিত খেলে পেটের ব্যথা কমাতে সাহায্য করে। তবে ব্যথা খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরও পড়ুন: অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে শরীরের যে ক্ষতি করছেন


পানি


প্রচুর পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি। পানি যত বেশি পান করবেন, পাথর তত দ্রুত বের হবে। চাইলে কমলা বা লেবুর রসও মিশিয়ে পান করতে পারেন, যা শরীরের জন্যও উপকারী।


নুনজাতীয় ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন


নুন, চকোলেট, পালংশাক, খাসির মাংস ইত্যাদি কম খাওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে চর্বিহীন খাবার বেছে নিন।


গোটা শস্য ও ফল


নিত্যদিনের খাদ্য তালিকায় গোটা শস্য, ফলমূল ও শাকসবজি রাখুন। এটি পিত্তথলির পাথর গলাতে সাহায্য করে এবং পেট ব্যথাও কমায়।


হলুদ


হলুদে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা পেটের যে কোনো সমস্যা ও পিত্তথলির ব্যথা কমাতে সাহায্য করে।


বেরি


বেরি বা বেরির জুস ফাইবারে সমৃদ্ধ, যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে পিত্তথলিতে পাথর হওয়া প্রতিরোধ করে। তবে, সমস্যায় ভুগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


ওজন নিয়ন্ত্রণ


ওজন বেশি হলে পিত্তথলিতে পাথর কমানো কঠিন হয়। তাই নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করে ওজন নিয়ন্ত্রণে রাখুন।


আরও পড়ুন: সঙ্গীর যেসব কথায় দাম্পত্য কলহ বাড়ে


ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার


দই, সয়াবিন, মটরশুঁটি, মসুর ডাল, নানা ধরনের বীজ—এসব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হজম ক্ষমতা বাড়ায় এবং পিত্তথলির পাথর গলাতেও সাহায্য করে।


ঘরোয়া এই টোটকাগুলো নিয়মিত মানলে পিত্তথলির পাথর কমাতে ও গলাতে সাহায্য পাওয়া সম্ভব। তবে, সমস্যা গুরুতর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।


এমএল/