জন্মাষ্টমী শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান, আটক ৬


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২১ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


জন্মাষ্টমী শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান,  আটক  ৬
ছবি সংগৃহীত

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) দুপুরে শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড়, নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গনে শেষ হয়। 


শোভাযাত্রা চলাকালীন ছয়জনকে আটক করার কথা জানিয়েছেন নগরীর কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।

আরও পড়ুন: সিলেটে পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫

ওসি আবদুল করিম বলেন, “জন্মাষ্টমী উদযাপন পরিষদ আমাদের বলেছিল র‌্যালির সময় সজাগ থাকতে। তাই আমরা এলার্ট ছিলাম যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। র‌্যালি চলাকালে ছয়জনকে আটক করেছি। তাদের কাছে চিন্ময়ের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড পেয়েছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।”


শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন জানান, অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন তরুণ চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান দিয়েছিল। জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু জানান, “আটকের কোন তথ্য আমাদের জানা নেই। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”


গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এরপর চিন্ময় কৃষ্ণকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।


গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। ওই ঘটনায় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


চলতি সময় চিন্ময় কারাগারে রয়েছেন এবং আদালতের কাছে আলিফ হত্যা মামলায় আসামি করে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। এছাড়া আদালত ভবন এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনায় মোট পাঁচটি মামলায় তিনি গ্রেপ্তার আছেন।

এসএ/