মাঠ রেডি, দল যাকে মনোনয়ন দিবে আমরা একসাথে কাজ করবো: শরীফ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৫ এএম, ১৭ই আগস্ট ২০২৫


মাঠ রেডি, দল যাকে মনোনয়ন দিবে আমরা একসাথে কাজ করবো: শরীফ
ছবি: প্রতিনিধি

‘ধানের শীষের জন্য আমরা মাঠ রেডি রেখেছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা একসাথে কাজ করবো।’ বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। 


শনিবার (১৬ আগস্ট) বিকেল চারটায় আলমডাঙ্গা শহরের এরশাদ মঞ্চে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, ‘এখনো সংগ্রাম শেষ হয়নি। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’ আমরা বলতে চাই, মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষের হয়ে চুয়াডাঙ্গা ১ ও ২ আসন আমাদের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে দিতে পারি সেটিই আমাদের লক্ষ্য।


শনিবার দুপুরের পর থেকেই জনসভায় অংশগ্রহণ করতে আলমডাঙ্গা পৌরসভা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে উপস্থিত হতে থাকেন জনসভা স্থল উপজেলা পরিষদ চত্বরে। জনসভা চলাকালে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় ৭টা পর্যন্ত আলমডাঙ্গা শহর যানযটে পড়ে। 


জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু প্রমুখ।


আরএক্স/