১৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫২ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


১৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১৭,৭০৯ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।


এর মধ্যে ডিসেম্বরের মধ্যেই ১৫,৩২৭ জন সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ২,৩৮২টি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে। এ জন্য ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯’ সংশোধনের খসড়া পাঠানো হলে ইতোমধ্যে পিএসসির সুপারিশ পাওয়া গেছে। বর্তমানে বিষয়টি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে ভেটিংয়ের জন্য পাঠানো আছে।


আরও পড়ুন: সংস্কার ছাড়া নির্বাচন হলে বিতর্কের আশঙ্কা রয়েছে: বদিউল আলম


বর্তমানে দেশে ১০,১৬১টি সহকারী শিক্ষকের পদ এবং সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে ৫,১৬৬টি পদ শূন্য রয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষকের শূন্যপদ সংখ্যা ৩৪,১০৬। বিদ্যমান নীতিমালায় ৬৫% পদোন্নতি ও ৩৫% সরাসরি নিয়োগের বিধান থাকলেও নতুন প্রস্তাবে অনুপাত পরিবর্তন করে ৮০:২০ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা উপস্থাপন সভায় দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দেওয়া হয়।


আরও পড়ুন: বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে এক মাসের মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। 


অন্যদিকে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে পিএসসি ইতোমধ্যে আলাদা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে পদোন্নতির মাধ্যমে যেসব পদ পূরণ করা সম্ভব, তা দ্রুত সম্পন্ন করার পদক্ষেপও নেওয়া হচ্ছে।


এএস