সংস্কার ছাড়া নির্বাচন হলে বিতর্কের আশঙ্কা রয়েছে: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা বিতর্কিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
ড. বদিউল আলম মজুমদার বলেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না। তবে ফেব্রুয়ারিতে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হওয়া জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। তবে রাজনৈতিক দলগুলো টাকার খেলায় মেতে থাকলে ভালো নির্বাচন সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।
আরও পড়ুন: ওষুধ কোম্পানির দালালি করছেন ডাক্তাররা? প্রশ্ন তুললেন আইন উপদেষ্টা
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রার্থী, ভোটার, নাগরিক সমাজ ও সংবাদমাধ্যমসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হলে সেটি বিতর্কিত হয়ে পড়তে পারে।
ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, লেজুভিত্তিক রাজনীতি গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে, তাই ছাত্র রাজনীতিকে গণতান্ত্রিক চর্চার জায়গায় ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুন: হজের নিবন্ধন ফি জমা নেওয়ার অনুমতি পেল ৩৩ ব্যাংক
সংসদ নির্বাচনে আসনভিত্তিক ও আনুপাতিক উভয় পদ্ধতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, আসনভিত্তিক নিম্নকক্ষ ও আনুপাতিক উচ্চকক্ষ গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত আছে।
সভায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান রাজনৈতিক দলগুলো এখনও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। নির্বাচনের ধরন নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকলে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
আয়োজিত ছায়া সংসদ প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়। বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জুলাই সনদের খসড়া পাঠানো হলো রাজনৈতিক দলগুলোর কাছে

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে

১৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
