বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২২ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার নিশ্চিত হবে।”


শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ: ড. ইউনূস


সেনাপ্রধান আরও জানান, ধর্মীয় অনুষ্ঠানগুলো সবাই আনন্দের সঙ্গেই উদযাপন করবেন এবং সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে।


তিনি বলেন, “নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানসহ আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সর্বত্র ছড়িয়ে পড়ুক, সেই আদর্শে আমরা একসঙ্গে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবো।”


আরও পড়ুন: ইসিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ১৪ ধরনের তথ্য দিতে হবে


অনুষ্ঠানে উপস্থিত বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেয় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। এই বাংলাদেশ আমাদের সবার, আর স্বাধীনতাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”


নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এসময় বলেন, “পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করতে হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দিক।”


এএস