জাতীয় সনদ খসড়া

প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৭ এএম, ১৭ই আগস্ট ২০২৫


প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না -এমন বিধানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব উঠে এসেছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়ায়। এতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট।


জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত সনদের চূড়ান্ত খসড়া ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছেছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে প্রস্তাবিত সংস্কারের দিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।


আরও পড়ুন: ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে


খসড়ায় বলা হয়েছে, রাজনৈতিক দল, জোট ও নাগরিকশক্তির আলোচনার মাধ্যমে এসব প্রস্তাবে আংশিক ঐকমত্য তৈরি হয়েছে। তবে কিছু সুপারিশে আপত্তিও রয়েছে। এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রাষ্ট্রক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ ও অপব্যবহারের কারণে প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে।


খসড়ায় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা, নাগরিক পরিচয়ে ‘বাংলাদেশি’ শব্দ প্রবর্তন, জরুরি অবস্থায়ও মৌলিক অধিকার খর্ব না করা, সংবিধান সংশোধনে দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সমর্থনের বাধ্যবাধকতা, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণভোটের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।


আরও পড়ুন: জুলাই সনদের খসড়া পাঠানো হলো রাজনৈতিক দলগুলোর কাছে


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রস্তাব রয়েছে। রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এবং মানবাধিকার কমিশন, তথ্য কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের ক্ষমতা তাঁর হাতে থাকবে। অন্যদিকে প্রধানমন্ত্রী থাকবেন সর্বোচ্চ দুই মেয়াদে এবং দলীয় প্রধানের দায়িত্বে একসঙ্গে থাকতে পারবেন না।


এএস