গণ-অভ্যুত্থানকে আমরা হত্যা করছি: সামান্তা শারমিন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৩ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


গণ-অভ্যুত্থানকে আমরা হত্যা করছি: সামান্তা শারমিন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে টিপে মেরে ফেলছি, আমরা হত্যা করছি গণ-অভ্যুত্থানকে।”


সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতায় কিছুটা সফল হলেও রাজনৈতিকভাবে জনগণকে কোনো আশার বার্তা দিতে পারেনি। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে শুধু একটি নির্বাচন দিয়েই দায়িত্ব শেষ করার চেষ্টা চলছে।


আরও পড়ুন: ছাত্রদলের চার শাখার নেতাদের সঙ্গে জরুরি সভা আজ বিকেলে


তিনি অভিযোগ করেন, পুলিশ সংস্কার বাংলাদেশের মৌলিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তা ঐকমত্য কমিশনের এজেন্ডায় স্থান পায়নি। সাম্প্রতিক তিনটি বিতর্কিত নির্বাচনে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন- “এই পুলিশ বাহিনী কার?”


অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে তারা বাধাগ্রস্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানানো উচিত। কিন্তু তারা বরং অতি দরকষাকষির মধ্যে জড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সবকিছু করার ম্যান্ডেট থাকার দাবি করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।


আরও পড়ুন: আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ


সামান্তা শারমিন আরও বলেন, গত ১৫ বছরে দেশে জুলুম, খুন, গুম ও গণহত্যার যে ঘটনাগুলো ঘটেছে, তার বিচার না হলে একই চক্র অব্যাহত থাকবে। দায়ীদের বিচারের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়ন অপরিহার্য। 


তিনি স্পষ্ট করে বলেন, “এখানে কোনো আপসের জায়গা নেই। যদি আপস করা হয়, তাহলে আবারও নতুন এক গণ-অভ্যুত্থানের পর দেশ একই পরিস্থিতির মুখোমুখি হবে।”


এএস