আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসনের ভাগাভাগির প্রলোভন দিয়ে কেনা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ বিষয়ক আলোচনায় তিনি এ বক্তব্য দেন।
আরও পড়ুন: বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনে আসন সমঝোতা নিয়ে প্রশ্নের জবাবে হাসনাত বলেন, “আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না। মিডিয়ায় চরিত্র হননের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ দেশে আগের মতো পুলিশ বা প্রশাসন নয়, এবার জনগণই নির্বাচনের মূল শক্তি হবে।”
তিনি সতর্ক করে বলেন, “যেসব কারণে জুলাই অভ্যুত্থান ঘটেছে, সেই কারণগুলো সঙ্গে নিয়ে যদি আবারও সরকার গঠন করা হয়, তবে তীব্র গণপ্রতিরোধ দেখা দেবে।”
আরও পড়ুন: যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
আওয়ামী লীগের সমালোচনা করে হাসনাত অভিযোগ করেন, বাহাত্তরের সংবিধান ব্যবহার করে তারা সব অপরাধের বৈধতা দিয়েছে।
তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য যে অভ্যুত্থানের পরও আমরা সামরিক বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমের সংস্কার করতে পারিনি।”
আরও পড়ুন: সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান
এনসিপিকে দুর্নীতির অভিযোগে আক্রমণ করা হলে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
হাসনাত বলেন, “আমাদের বিরুদ্ধে যদি দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে, আমি নিজেই রাজনীতি থেকে সরে দাঁড়াব।”
আরও পড়ুন: বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নভেম্বর বা ডিসেম্বর যেকোনো সময় হলেও আপত্তি নেই। তবে বর্তমান নিয়ম-কানুন বাতিল করে গণপরিষদ নির্বাচন করতে হবে।”
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস: নাহিদ ইসলাম

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম
