যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

ইনিয়ে–বিনিয়ে কথা বলে যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা মেনেই আলাপ-আলোচনার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের পথে এগোচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে রূপ দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, যারা নির্বাচন বিলম্বের জন্য ভিন্ন ধরনের যুক্তি তুলে ধরে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। তিনি বলেন, ভিন্ন যুক্তি দেখিয়ে যারা গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করছে, তারা কোনোভাবেই গণতন্ত্রের শক্তি নয়।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

‘কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে’
