মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারের বড়হাট এলাকায় শনিবার (১৬ আগস্ট) সাধারণ ছাত্র জনতা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
সভায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্ররা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, সাকিবুল হাসান রাজিব দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়াচ্ছেন এবং বিদেশ থেকে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
আরএক্স/