আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন: পাকিস্তানের সেনাপ্রধান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:১২ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন: পাকিস্তানের সেনাপ্রধান
ফাইল ছবি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, “আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন, আমি অন্য কোনো পদ চাই না।”


তিনি এ মন্তব্য করেছেন এমন সময় যখন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পদত্যাগ এবং তার সম্ভাব্য পদোন্নতি নিয়ে দেশে জোর গুঞ্জন ছড়াচ্ছিল।


আরও পড়ুন: আমি থাকাকালীন তাইওয়ান দখল করবে না চীন: ট্রাম্প


যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বেলজিয়ামে ডেইলি জেং পত্রিকার জ্যেষ্ঠ সম্পাদক সুহাইল ওয়ারিচের সঙ্গে আলাপচারিতায় মুনির বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।


তিনি স্পষ্ট করেছেন যে, তিনি শুধু দেশের সেবক হিসেবে থাকতে চান এবং একজন সৈনিক হিসেবে তাঁর প্রধান আকাঙ্ক্ষা হলো শহীদি মৃত্যু।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বাতিল করল ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা


মুনিরের নেতৃত্ব পাকিস্তানে অত্যন্ত প্রভাবশালী। গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। তিনি দেশটির সাবেক স্বৈরাশাসক আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পদ অর্জন করেছেন।


এএস