মাইটিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫০ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যার মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান এ রিমান্ড আবেদন করেন।
আরও পড়ুন: মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার
নাসিরকে রবিবার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আরএক্স/