শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

জুলাই-আগস্ট আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনজন সাক্ষী জবানবন্দি দেবেন—শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল, প্রত্যক্ষদর্শী জসিম ও জুলাই যোদ্ধা এনাম। মামুন ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন, তবে শেখ হাসিনা ও কামাল এখনও পলাতক।
আরও পড়ুন: মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার
এ পর্যন্ত ৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। গতকাল (১৭ আগস্ট) চারজন সাক্ষী ছিলেন—সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম।
আরও পড়ুন: জামিন পেলেন রিকশাচালক আজিজুর রহমান
মামলায় তিন আসামির বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠাসংখ্যা ৮,৭৪৭ এবং সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অন্যান্য প্রসিকিউটররা মামলার শুনানিতে উপস্থিত ছিলেন।
আরএক্স/