এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন আকিজ উদ্দীন, লা-অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক নাজমে নওরোজ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, ব্যাংকের কাজীর দেউড়ি মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দা নাজমা মালেকা ও হুমাইয়ারা সাঈদা খানম, জেড আর জে সার্ভের মালিক শফিকুল করিম, মিশকাত ট্রেড সেন্টারের মালিক মিশকাত আহমেদ, আরিফ হাসনাইন রাবার সাপ্লায়ারের মালিক আরিফ হাসনাইন, নুর ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন, মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক জুয়েল মিয়া, রিমঝিম শাড়ি হাউজের মালিক জুয়েল, আগমন এন্টারপ্রাইজের মালিক এরশাদ সিকদার, এম এইচ এন্টারপ্রাইজের মালিক মনিরুল হক, নিউ বসুন্ধরা জুয়েলার্সের মালিক যিশু বণিক, আল মদিনা স্টিলের মালিক মো. আলমগীর, হক মেরিন ফিশের মালিক মাহবুবুল হক এবং মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইকবাল।
আরও পড়ুন: মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে ‘মেসার্স লা-অ্যারিস্টোক্রেসি’-এর নামে প্রায় ৮০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। কিন্তু তা পরিশোধ না করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে নগদ অর্থ, পে-অর্ডার ও স্থানান্তরের মাধ্যমে পাচার করা হয়।
দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), (৩) ধারা এবং দুদক আইন, ২০০৪-এর ১৯(৩) ধারায় মামলা হয়েছে।
এএস