নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অন্তত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:২১ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)। রবিবার (১৭ আগস্ট) সকালে দুর্ঘটনাটি ঘটে। খবর রয়টার্স।
এনইএমএ এক বিবৃতিতে জানায়, যাত্রীবোঝাই নৌকাটিতে ৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। নদী পার হওয়ার সময় এটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ভাঙতে পারে যেকোনো সময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও নদীর প্রবল স্রোতের কারণে প্রায়ই এ ধরনের নৌকাডুবির ঘটনা ঘটে। এর সঙ্গে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী বোঝাই দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে।
এর আগে চলতি মাসের শুরুতে একই সোকোতো রাজ্যে নৌকাডুবিতে অন্তত ১৬ জন কৃষকের মৃত্যু হয়। এছাড়া মাত্র দুই দিন আগে মধ্য নাইজেরিয়ায় আলাদা দুর্ঘটনায় আরও ১৩ জন প্রাণ হারান।
এএস