লাইভ চলাকালে মোবাইল ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে ফেসবুক লাইভ চলাকালে মোবাইল ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। ঘটনাটি ঘটে রোববার (১৭ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে।
লাইভ ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতরে বসে গান শুনতে শুনতে ফেসবুক লাইভ করছিলেন আসাদ খোকন। গাড়িটি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন এলাকায় জ্যামে আটকে পড়লে তিনি বাইরের দৃশ্য দেখাতে শুরু করেন। ঠিক তখনই হঠাৎ তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায় এক ছিনতাইকারী।
আরও পড়ুন: সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার
ঘটনার ভিডিওটি আসাদ খোকনের ফেসবুক আইডিতে সংরক্ষিত রয়েছে। প্রায় ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওর ২ মিনিট ২০ সেকেন্ডে দেখা যায়, মোবাইলটি ছিনতাই হয়। এরপরের অংশে শুধু অন্ধকার চিত্র ও দৌড়ানোর শব্দ শোনা যায়।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাজধানীতে নিরাপত্তাহীনতার চিত্র নিয়ে সমালোচনা করেছেন।
এএস