সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৫ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া মো. আজিজুর রহমানকে ‘হত্যা মামলার আসামি’ হিসেবে প্রচার করা হচ্ছে— এমন অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


রবিবার (১৭ আগস্ট) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে মো. আজিজুর রহমান (২৭) নামে ওই রিকশাচালককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।


পরে তাকে যাচাই–বাছাই করে চলতি বছরের এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় শনিবার (১৬ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।


মুখপাত্র বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে আজিজুর রহমানকে “হত্যা মামলার আসামি” হিসাবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক। তিনি যে মামলায় গ্রেপ্তার হয়েছেন সেটি বাংলাদেশ দণ্ডবিধির নিয়মিত ধারায় করা মামলা।’


এ পরিস্থিতিতে, এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।


আরএক্স/