দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষা সচিব পদে নিয়োগ পেলেন একজন নারী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হয়েছেন রেহানা পারভীন। তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সোমবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। 


আরও পড়ুন: চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই বিমান বিধ্বস্তের পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় গত ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন কয়েকশ শিক্ষার্থী।


তারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ওই ঘটনার মধ্যে শিক্ষা সচিবকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল সরকার। এখন সেই দায়িত্বে এলেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহেনা পারভীন।


আরও পড়ুন: এনবিআরে বরখাস্ত হলেন আরও চার কর্মকর্তা


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সচিবদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একীভূত শিক্ষা মন্ত্রণালয়ে ৩২ জন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ভাগ হওয়ার পর এখন পর্যন্ত ছয়জনসহ মোট ৩৮ জন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রেহানা পারভীন প্রথম নারী কর্মকর্তা যিনি এ বিভাগের সচিবের দায়িত্ব পেলেন।


এমএল/