সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দিবসটি উপলক্ষে, বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ, সেরা উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান, অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণসহ মাছের সঠিক বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ময়মনসিংহ : ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ময়মনসিংহে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
বিভাগীয় কমিশনার বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ উপমাটি বাঙালি জাতিসত্তার অভিন্ন অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান মাছ। মাছ স্বাস্থ্যগতভাবে সবচেয়ে নিরাপদ খাবারগুলোর মধ্যে একটি। মাছের চর্বি শরীরের জন্য নিরাপদ। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। দেখা গেছে, মাছের খাবারের সাথে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবশরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের উপর মৎস্যচাষী আছে। এই বিভাগে মৎস্যচাষ এবং মাছচাষীদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতি. পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।
মৌলভীবাজার : মৌলভীবাজারে (১৮-২৪ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসনের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন, আলোচনা সভা, ও পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এ সময় তিনি বলেন, মাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টি চাহিদার বড় অংশ আসে মাছ থেকে। এইমাছ চাষ একটি লাভজনক ব্যবসা এবং এতে আত্মকর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। মাছ চাষে সফলতা এলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা যাবে। যুবকরা বেকার বসে না থেকে পুকুর ও জলাশয়ে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন। মৎস্যজীবীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জামাল উদ্দিন জীবন, মো: মোসা মিয়া, মো: আব্দুল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, মৎস্যজীবী, মৎস্যচাষী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের মধ্যে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
মোল্লাহাট (বাগেরহাট): মোল্লাহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মৎস্য চাষি ও উদ্যোক্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বেরিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এখন সময়ের দাবি।টেকসই মৎস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। মৎস্য খাতে নারীর অংশগ্রহণ বাড়লে আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সরকার ইতোমধ্যেই মৎস্যচাষিদের নানা প্রণোদনা, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করছে। আলোচনা সভায় অংশ নেওয়া একাধিক মৎস্য উদ্যোক্তা জানান, সরকারি সহায়তা এবং আধুনিক পদ্ধতির ব্যবহারে এখন তারা আগের তুলনায় বেশি উৎপাদন পাচ্ছেন। তবে বিদ্যুৎ সমস্যা ও মাছের রোগবালাই প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভাপতি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশীয় অনেক মাছ বিলুপ্তির পথে। এজন্য পোনা অবমুক্তকরণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণসহ নানা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিশ্ব বাজারে আমাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে, এসব দুস্কৃতিকারীদের কঠোরহস্তে দমন করতে হবে। এছাড়া মাছের সঠিক বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সভা শেষে তিনজন সেরা উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কাহারোল (দিনাজপুর) : দিনাজপুরের কাহারোলে “অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কাহারোল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ পালিত ও উদ্বোধন হয়েছে।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে ও কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন এর সঞ্চালনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রায় মধ্যে দিয়ে শুরু হয় সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহের কর্মসূচী।
১৮ আগষ্ট হতে ২৪ আগষ্ট পর্যন্ত এক সপ্তাহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা. নির্ধারিত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ. পবিত্র কোরআন তেলোয়াত. গীতাপাঠ. আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ.স্বাগত বক্তব্য. মাছ চাষি ও মৎস্যজিবিদের বক্তব্য এবং আলোচনা সভা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
এসময় উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। উপজেলা সমবায় কর্মকর্তা সারোয়ার মুর্শেদ। ভেটেনারী সার্জন মোঃআসাদুজ্জামান শুভ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন। অন্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী. মৎস্য চাষী মৎস্যজিবি রাজনৈতিক ব্যাক্তিবর্গ। সামাজিক সংগঠের নেতৃবৃন্দ। প্রদর্শনী সমিতির সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।
মুন্সীগঞ্জ: সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কালেক্টর মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে র্যালি টি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সরেম্মলন কক্ষে উদ্বোধনী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ন রশিদ প্রমুখ।
মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুজ্জামান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, সমাজসেবা অফিসার সাকিল আহমেদ,পল্লী উন্নয়ন অফিসার আফজাল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আল ইমরান, জুলাই বিপ্লবের আহত সৈনিক নাহিদ ইসলাম সহ ১৪ ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী ও মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল। আলোচনা সভা শেষে ৪ জন সফল মৎস্য চাষীকে পুরস্কার হিসেবে কেস্ট প্রদান করা হয়।
নলছিটি (ঝালকাঠি) : সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিকে পুরস্কার ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত সিকদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী। দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ১৮ থেকে ২৪ আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হবে।
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি মাছের পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ রিয়াজ মোর্শেদ রনজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মো. কামরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষী তৌফিকুর রহামন তোফায়েল, কাজী জুলফিকার জান্নাত চৌধুরী ও আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবি, মৎস্যচাষীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ : সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ পালিত হয়েছে।
মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের পদ্ম পুকুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকলকে সাথে নিয়ে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।
পরে - জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এরপর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সারোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী প্রমূখ।
এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমেশ কুমার পাল, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, মৎস্য পুরস্কারের জন্য মনোনীত খন্দকার আতাউর রহমান শিপন, সফল মৎস্য চাষী শাহানা পারভীন ও কাজী আল-আমিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির সভাপতি মো. সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যচাষী ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ।
শার্শা (যশোর) : মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা পেয়েছেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘জনতা ফিস’। শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের শুরুতে উপজেলা চত্বর থেকে মহাসড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মাছ চাষ বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা (খুলনা): নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলীয় খুলনার পাইকগাছার মৎস্য চাষিরা। রোগ বালাই সহ বৈশ্বিক নানা সংকটের মধ্যে ও উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এখানকার মৎস্য চাষিরা। মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী অত্র এলাকা থেকে বছরে উৎপাদন হচ্ছে ২৭ হাজার মেট্রিক টন মৎস্য। যার মধ্যে চিংড়ী, সাদা মাছ, কাঁকড়া ও কুচিয়া অন্যতম। সূত্র অনুযায়ী ৮০’র দশকের পর হতে উপকূলীয় এ অঞ্চলে বাণিজ্যিক ভাবে শুরু হয় সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ী চাষ। সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলে রয়েছে অসংখ্য নদ-নদী ও খাল-বিল ও জলাশয়, ফলে এ অঞ্চল মৎস্য চাষের জন্য সমৃদ্ধ হওয়ায়। চিংড়ী চাষ ব্যবস্থা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অন্যান্য পেশা থেকে সবাই এগিয়ে আসতে থাকে চিংড়ী চাষে। বিগত ৪ দশকের ব্যবধানে এ অঞ্চলের বেশির ভাগ মৎস্য চাষ এবং সংশ্লিষ্ট এ খাতের সাথে সম্পৃক্ত হয়েছে। যদিও শুরুটা যতটা সহজ ছিল, এখন অতটা সহজ নেই চিংড়ী চাষ ব্যবস্থা। সময়ের সাথে সাথে একদিকে যেমন বেড়েছে রোগ বালাই সহ নানা সমস্যা। তেমনি চাষ ব্যবস্থায় ও এসেছে কিছুটা পরিবর্তন। আগে সনাতন পদ্ধতি, এখন উন্নত সনাতন ব্যবস্থা সহ চিংড়ী কিংবা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে চাষিরা। ফলে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ও মৎস্য চাষ ব্যবস্থা কে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানকার চাষিরা। প্রশিক্ষণ ও পরামর্শ সহ চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা করছে মৎস্য দপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। যদিও চিংড়ী চাষের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং ও সরকারের সর্বাত্মক সহোযোগিতা প্রয়োজন বলে করে এখানকার চাষিরা। মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী অত্র উপজেলায় মৎস্য উৎপাদন ও আহরণের যেসব উৎস আছে তারমধ্যে রয়েছে অন্যতম হচ্ছে মৎস্য ঘের। যার বর্তমান সংখ্যা ৮ হাজার ৫৮০ টি, দীঘি এবং পুকুর রয়েছে ৪ হাজার ৩৫৩টি, বাণিজ্যিক মৎস্য খামার রয়েছে ৪টি, ভেনামী চিংড়ী খামার রয়েছে ১ টি, নদ-নদী রয়েছে ১০ টি, খাল ১৩২ টি, কাঁকড়া খামার ১৭ হাজার ৭৫ টি এবং গলদা খামার ২২৫ টি। এসব উৎস্য থেকে বছরে উৎপাদন হচ্ছে ২৭ হাজার মেট্রিক টন মৎস্য। যার মধ্যে চিংড়ী ৫ হাজার ৮৮৪ মেট্রিক টন, সাদা মাছ ১৮ হাজার ২৮৩ মেট্রিক টন, কাঁকড়া ৩ হাজার ৩৫০ মেট্রিক টন ও কুচিয়া ২০.৭৫ মেট্রিক টন। মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি সরুপ অত্র এলাকার একাধিক চিংড়ী চাষি পেয়েছেন জাতীয় মৎস্য পুরস্কার। এবছর ও জাতীয় মৎস্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অত্র এলাকার চিংড়ী চাষি গোলাম কিবরিয়া রিপন। “ দেশী মাছে দেশ ভরি, অভায়শ্রম গড়ে তুলি “ প্রতিপাদ্য বিষয়ের উপর আজ ১৮ আগস্ট সোমবার থেকে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। ঢাকার চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করবেন চিংড়ী চাষি গোলাম কিবরিয়া রিপন। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। যার মধ্যে রয়েছে র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্ত, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান, মৎস্য সম্পদের, স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময়, মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুর জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, মৎস্য খাতে টেকসই উন্নয়ন তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্যজীবিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনী।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রথমে প্রশাসনিক ভবন থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে। পরবর্তিতে উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেনের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও অভয় আশ্রম এর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিংড়া উপজেলা জীববৈচিত্র্য কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরানআলী রানা, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাংবাদিক আবু সাইদ সহ প্রমুখ। পরিবর্তিতে অতিথিরা উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত
করেন।
মোংলা (বাগেরহাট) : মোংলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এরপর সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাগদা চিংড়ি সরবরাহে অবদান রাখায় এস,আলম নাসিং পয়েন্টের মালিক মোঃ শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে অবদান রাখায় মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া উৎপাদনে অবদান রাখায় হুমায়ন কবিরকে পুরস্কার স্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার এবং সাংবাদিক ও পরিবেশ কর্মী নুর আলম শেখসহ কোস্ট গার্ড, নৌপুলিশ, ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, জেলেদের কেউ কেউ অবৈধ জাল ও বিষ দিয়ে মাছ শিকার করায় বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তি ঘটছে। তাই মাছের প্রজনন ও সংরক্ষণে সকলকে দায়িত্ববান হতে হবে। তা না হলে এ মৎস্য সম্পদ ধ্বংস হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রজাতির মাছ থেকে বঞ্চিত হবে।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে সিনিয়র উপজেলা মৎস অফিসারের কার্যালয় মোরেলগঞ্জ, বাগেরহাট এর আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার ১৯ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে এর সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকঞ্জি এর সঞ্চালনায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো হাবিবউল্লাহ।
উপস্থিত আলোচক বৃন্দরা বলেন,এবারের মৎস্য সপ্তাহ ২০২৫ এ স্বনির্ভর বাংলাদেশ গড়াার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ,মৎস্য আহরণ,নিরাপদ মৎস্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সংশ্লিষ্ট সুফলভোগীদের উৎসাহিত করতে সফলতা অর্জন করবে।
পরিশেষে উপজেলা পরিষদ পুকুরে উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা হয়। এতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোহায়মেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান প্রমুখ। সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার সুফলভোগী মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। এই স্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি রেলী বের করা হয়। রেলী শেষে বালিয়াকান্দি উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করন করা হয় । পরবর্তীতে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ আলোচনা সভায় শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনার নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদের সভাপতিত্বে, উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মোঃ সজীবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ এহসানুল হক শিপন। এ সময় বক্তব্য রাখেন , বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মোঃ ফারুক হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকতা সাখাওয়াত হোসেন(গালিব)। উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন,বালিয়াকান্দি উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের (সাবেক) সহসভাপতি সমীরকান্তি বিশ্বাস, সফল মৎস্য চাষী মোঃ জনাব আলী প্রমূখ। বক্তারা বক্তব্য বলেন, মাছ চাষ কে বীমার আওতায় আনতে হবে। তাহলে বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব। এবং এর উন্নয়নে মৎস্য চাষীদের আরো গুরুত্ব দেবার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে সফল সফল তিনজন মৎস্য চাষীদের মধ্যে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখার আমির বদরুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ।
আলোচনায় বক্তারা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রিং জাল ব্যবহার বন্ধের আহ্বান জানান। ইউএনও আফিয়া আমুন পাপ্পা বলেন, “খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয় থেকে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষীদের আন্তরিকতা ও জনসচেতনতা জরুরি। দেশীয় মাছের টিকিয়ে রাখতে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়ায় জাতীয় মৎস সপ্তাহ ২৫ উদযাপিত হয়েছে। জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সাটুরিয়ায় উপজেলা মৎস কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানসহ আরও অনেকেই।
পরে সাটুরিয়া উপজেলার অন্যতম মৎস ব্যবসায়ী মাসুদুর রহমান খান স্বপনকে শ্রেষ্ঠ মৎসজীবি হিসেবে পুরুস্কার ক্রেষ্ট বিতরণ করেন।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী। আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ আক্কাছ আলী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা ও ঐক্যবদ্ধ নবীনগরের আহবায়ক মাসুদুল হক মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশবান্ধব চাষাবাদ, অভয়াশ্রম সৃষ্টি ও স্থানীয় মাছ সংরক্ষণে সবাই একযোগে কাজ করলে জাতীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
নগরকান্দা (ফরিদপুর) : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তি কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, মৎস্যচাষি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ আবদুল্লাহিল আবরার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলেক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, নগরকান্দা থানা চার্জ অফিসার আমিরুল ইসলাম, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুসহ বিভিন্ন পেশার মানুষ।
বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল চন্দ্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সফল মৎস্য খামারিদের পদক প্রদান করা হয় এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাওসার আলী। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কার্প জাতীয় মাছ চাষে মোঃ হেলিম, কার্প নার্সারি মাছ চাষে আনারুল হক ও ছোট (গুলশা) মাছ চাষে ৩জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা।
তালা (সাতক্ষীরা) : অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ এবং উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মৎস্যচাষি, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
রামগড় (খাগড়াছড়ি) : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো রামগড়ে ও সপ্তাহ ব্যাপি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী, এরই অংশ হিসেবে ১৮ আগষ্ট সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে উপজেলা লেকের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলা হলরুমে উপজেলা মৎস অফিসার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় ও স্বাগত ব্যক্তব্যের মধ্য দিয়ে আলোচনাসভা শুরু হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ্, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, চাষীদের পক্ষে আনিছুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে মৎস সেক্টেরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত পাঁচ মিনিটের প্রমাণ্যচিত্র প্রদর্শন পরিবেশন।
চাঁদপুর : সারাদেশের ন্যয় বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিরা।
এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা এবং মাছ চাষের জন্য নিরাপদ রাখা। নদী, খালসহ জলাশয়গুলো মাছ চাষের জন্য এখনো আমরা নিরাপদ করতে পারছি না। আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হই, অভয়াশ্রমগুলোকে আমরা যত্ন করবো। জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে নির্ধারিত অভয়াশ্রম আছে। সেটি হচ্ছে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় জাটকা এবং অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা করবো। এই দুটি সময়ে চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চলভৈরবী পর্যন্ত মা ইলিশ অন্যান্য প্রজাতির মাছ নিরাপদ থাকার সুযোগ করে দিতে হবে।
তিনি অভিভাকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান বেড়ে উঠার জন্য খাদ্য প্রয়োজন। খাদ্যের মধ্যে একটি রয়েছে আমিষ। আমিষ আমরা শাক সব্জির মধ্যে পেলেও পরিমাণ খুবই কম। আমিষ সবচাইতে বেশি পাওয়া যা মাছের মধ্যে। যে কারণে আমাদেরকে ইলিশ ছাড়া দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আরো উদ্যোগ ও আগ্রহ বাড়াতে হবে।
মৎস কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নদীকেন্দ্রিক পরে থাকলে হবে না। যেসব পুকুরগুলো অব্যবহৃত রয়েছে সেসব পুকুরে মাছ চাষের জন্যে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে। তাদেরকে পথ দেখাতে হবে। শিক্ষিত বেকার যুবকদের এধরণের মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে আপনাদের সম্মানও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, আমি অন্যায় করি আবার অন্যকে দোষারোপ করি, এইসব থেকে আমাদের বেরোতে হবে। ভোলা থেকে ডুবোচরের কারণে ইলিশ আসতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। মা ইলিশ নদীতে আসলে তাকে বাঁচতে দেন। যদি মা ইলিশকে বাঁচতে দেন তাহলে চাঁদপুরে ইলিশের প্রাচুর্য হয়ে যাবে। সামনে মা ইলিশ রক্ষা অভিযান আসছে সেসময় মা ইলিশ রক্ষা করতে হবে।
জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা প্রানন্ত চেষ্টা করছে মা ইলিশ রক্ষা করতে। তারা নিঃস্বার্থভাবে অভিযানের সময় কাজ করে যাচ্ছে। তারা সেসময় নিউজ করে এবং আমাদের অভিযানের তথ্য দেয়। তারা করছে অথচ আপনাদের দায়িত্ব সে দায়িত্ব পালন করছেন না। অন্যের দিকে আঙ্গুল না তুলে নিজের দিকেও আঙ্গুল তুলতে হবে।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এর অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।
পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষীরা হলেন-মনোসেক্স তেলাপিয়া চাষী কচুয়া উপজেলার আকতার হোসেন, রুই জাতীয় মাছ উৎপাদনে সদরের জিএম ফারুক, মনোসেক্স তেলাপিয়া ও শিং মাগুর উৎপাদনে মতলব দক্ষিণ উপজেলার মো. মাইনুদ্দিন, কৈ মাছ উৎপাদনে হাজীগঞ্জ উপজেলা মো. হাবিবুর রহমান, কার্প ও মনোসেক্স তেলাপিয়া উৎপদনে শাহরাস্তি উপজেলার মো. হুমায়ুন কবির, রুই জাতীয় মাছ উৎপাদনে মতলব উত্তর উপজেলার মো. মোশারফ হোসেন।
আলোচনা সভা শেষে সফল ছয় মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মৎস্যচাষী, জেলে, জেলে সংগঠনের নেতারাসহ সুধীজন অংশগ্রহন করেন।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১৮ আগষ্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হবে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার তাসলিমা জেবিন।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) ফারজানা ইসলাম।
এ বারের মৎস্য সপ্তাহের শ্লোগান "অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এ উপজেলার নদী-নালা, খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। নানা কারণে পানি দূষণ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারের ফলে দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। এ সব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, ম্যাজিক, ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে আহ্বান জানান তিনি।
উপজেলা বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপক রাকিব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র, আগামীতে মেয়র প্রার্থী, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কামাল আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, প্রেসক্লাব চৌগাছা এর সাংবাদিক এম এ মান্নান, শ্যামল দত্ত সহ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিশু নিলয় কর্মকর্তা জামিল আহমেদ, জে এস এল এগ্রো ফিসারিজ প্রোপাইটার বি এম নেওয়াজ শরিফ, মৎস্য চাষী সুফল বিশ্বাস,আব্দুল আহাদ, উপজেলা ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা ফাইজার আহম্মেদ।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন জন মৎস্য চাষীকে পুরস্কৃত ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে ও কপোতাক্ষ নদে ৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে র্যালি,মাছের পোনা আবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ কমিটি এর আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তারা বলেন,খাল-বিল,নদী-নালা কমে যাওয়ায় দেশি মাছ হারিয়ে যাচ্ছে। অন্যদিকে যেসব নদী নালা আছে সেগুলো প্লাস্টিকসহ নানান বর্জ্যে দুষিত হচ্ছে। এতে নিরাপদ মাছ চাষ বিঘ্নিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,প্রাকৃতিক কারণেই বাংলাদেশ মাছ চাষে উপযোগী। ইলিশ উৎপাদনেও বাংলাদেশ প্রথম। কিন্ত ব্যক্তি স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারির জালে রেণু পোনা মাছ ধরে সেই অর্জনকে ব্যহত করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উজেলা মৎস্য অফিসার তহুরা হক। স্বাগত বক্তব্যকালে তিনি জানান,উপজেলায় ২ হাজারের উপরে পুুকুর আছে,মৎস্য খামারি আছে ৩ হাজারের বেশি। তাদেরকে, হাঁস-মুরগির বিষ্টা ও গরুর গোবর ব্যবহার না করার আহ্বান জানান ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, জাতীয়তাবাদী জেলা মৎস্য জীবি দলের সাধারন সম্পাদক মামুন আল হক,মৎস্য চাষী নয়ন কুমার ও রাকিবুল ইসলাম।
আলোচনা সভা শেষে সফল মাছ চাষীর স্বীকৃতিস্বরুপ - নয়ন কুমার ও রাকিবুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
মৎস্য অফিসার জানান,এ ছাড়াও সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে- মৎস্যচাষী,জেলে ও মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা,জনবহুলস্থানে মৎস্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন,স্কুলে মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা,মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা,মৎস্য চাষীর পুকুরের মাটি,পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনে ক্যাম্পেইন এবং সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাহুল চন্দ। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আয়সা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার জেলে সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তা ও মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরে শ্রীপুরে মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে মৎস্য সপ্তাহ পালন করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে পোনামাছের অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। আগে এক বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আতাহার শাকিল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশ্রাফ উদ্দিন, কৃষি কর্মকর্তা সুমাইয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে সেরা মৎস চাষী আবু তালেব, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউ হোপ ও পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান নারিশ হ্যাচারীকে পুরস্কৃত করা হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে ১৮ থেকে ২৪ আগস্ট উন্মুক্ত জলাশয় থেকে কোন প্রকার মাছ না ধরার জন্য সকলকে অনুরোধ করা হয়।
চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে দশ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্য সপ্তাহেরউদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপজেলা পরিষদ
হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর চিলমারী আমীর নূর আলম মুকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিঞা, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মৎস্য চাষী রেজাউল করিম রাজু ও তাহমিনা আক্তার।
এসডি/