মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫১ এএম, ১৯শে আগস্ট ২০২৫


মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


আরও পড়ুন: সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার


তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ভাগ্নে বিল্লালকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বিল্লালের বিরুদ্ধে সাতটি ওয়ারেন্ট এবং ছয়টি মামলার অভিযোগ রয়েছে।


ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন: নাবিক ভর্তি পরীক্ষায় এআই প্রযুক্তি, প্রক্সি পরীক্ষার্থীসহ গ্রেফতার ১৮


এর আগে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিল্লাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে ভাগ্নে বিল্লালকে গ্রেপ্তার করেছিল। সে সময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, শিশা সেবনের সরঞ্জাম, মোটরসাইকেল, রাউটার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ভাগ্নে বিল্লাল। তাকে গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


আরএক্স/