জাফলংয়ে পাথর লুট, দেড়শ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩০ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটের ঘটনায় অজ্ঞাতনামা প্রায় দেড়শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: সিলেটে অবৈধ পাথর উত্তোলনে বড় অভিযান, ৭০ ট্রাক জব্দ
মামলার এজাহারে বলা হয়েছে, চলতি মাসের ৭, ৮ ও ৯ আগস্ট একদল দুষ্কৃতকারী গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে আনুমানিক ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে নিয়ে গেছে, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানিয়েছেন, জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনা ঘটছে। তিনি বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। সুনির্দিষ্ট জড়িতদের আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।”
আরও পড়ুন: চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত: জেলা প্রশাসন
অবৈধভাবে পাথর উত্তোলন কেবল রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে না, এটি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যকেও হুমকির মুখে ফেলছে। জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হলেও দীর্ঘদিন ধরে কোয়ারিতে অবৈধ উত্তোলন ও চোরাচালান পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে। পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আরএক্স/