ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। গত ২৯ মে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব প্রদান করেন।
এরপর বাংলাদেশ সরকার গত ১৮ আগস্ট তাকে ‘এক্সেকুয়াতুর’ প্রদান করে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ক্রোয়েশিয়ার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের অনুমোদন দেয়।
আরও পড়ুন: অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে: উপদেষ্টা শারমীন
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের বলেন, “এটি যেমন আমার জন্য গৌরবের, তেমনি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।”
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া এড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। রাজধানী জাগরেব, জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। মনোরম সমুদ্রতট, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং হাজারেরও বেশি দ্বীপের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।
আরও পড়ুন: চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় ক্রোয়েশিয়া। এর আগে ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং জাহাজ নির্মাণ শিল্প দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর দেশটি অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ
