নেদারল্যান্ডস সিরিজে থাকছেন না মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৩ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। তবে ব্যক্তিগত কারণে এই সিরিজে অংশ নিচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মিরাজ। সেই সময়টিতে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। বিসিবি সূত্র জানিয়েছে, ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তার ছুটি অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: আর্জেন্টিনার দলে ফিরলেন মেসি, বাদ পড়লেন এনজো
নেদারল্যান্ডস দল আগামী ২৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপর সিলেটে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে বোর্ড পরিচালক ও কোচিং স্টাফরাও উপস্থিত ছিলেন। সভায় উইকেটের মানোন্নয়ন, খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং দলের শৃঙ্খলা নিয়ে নানা দিক নির্দেশনা দেওয়া হয়।
এএস