নর্দান টেরিটোরিকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


নর্দান টেরিটোরিকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরি স্ট্রাইকার্সের বিপক্ষে টপ-এন্ড টি-টোয়েন্টির চতুর্থ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার (১৯ আগস্ট) ডানহাতি ওপেনার নাঈম শেখ ও মিডল অর্ডারের ব্যাটারদের অবদানে গড়া রান পাহাড় টপকাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২২ রানের জয় তুলে নেয় নুরুল হাসান সোহান নেতৃত্বাধীন লাল-সবুজের দল।


প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৭২ রান। ইনিংসের শুরুতে নাঈম শেখ ১১ বলে ঝড়ো ২৫ রান করেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি। জিশান আলমের সঙ্গী হয়ে দলকে ভালো শুরু এনে দিলেও দ্রুত বিদায় নেন তিনি।


আরও পড়ুন: স্টেডিয়াম প্রকল্পের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন ক্রীড়া সচিব মাহবুবুল আলম


তিনে নামা সাইফ হাসান ব্যর্থ হলেও মিডল অর্ডারে আফিফ হোসেন ৪০ বলে ৪১ রানের ইনিংস খেলেন। শেষদিকে সোহান ২৩ বলে ৩৫ এবং রাব্বি ১৩ বলে অপরাজিত ২২ রান করে দলের সংগ্রহ বাড়ান।


১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নর্দান টেরিটোরি। রিপন মন্ডলের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকরা দ্রুত তিন উইকেট হারায়। জর্ডান সিল্ক ও কনর কেরল প্রতিরোধ গড়ে মাঝের ওভারগুলোতে ভালো খেললেও ফিফটির আগে বিদায় নিতে হয় দুজনকেই। শেষদিকে আর কেউ দাঁড়াতে না পারায় ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানেই থামে তাদের ইনিংস।


আরও পড়ুন: নেদারল্যান্ডস সিরিজে থাকছেন না মিরাজ


এ জয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে দুটি জিতল বাংলাদেশ ‘এ’ দল। পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সোহান বাহিনী।


এএস