সিলেটে উৎমাছড়া সীমান্ত থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৫ এএম, ২০শে আগস্ট ২০২৫


সিলেটে উৎমাছড়া সীমান্ত থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট অবৈধভাবে মজুদকৃত পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।


আরও পড়ুন: জাফলংয়ে পাথর লুট, দেড়শ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা


বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ৪৮ বিজিবির উৎমা বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় মজুদ অবস্থায় বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, উৎমাছড়া প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ একটি পর্যটন এলাকা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু চক্র অবৈধভাবে এখান থেকে পাথর উত্তোলন করে পাচারের উদ্দেশ্যে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে জমা করে রাখছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেগুলো দেশের অন্যত্র পাচার সম্ভব হয়নি।


আরও পড়ুন: মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন


প্রাথমিকভাবে উদ্ধার হওয়া পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট বলে ধারণা করা হচ্ছে।


পরবর্তীতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টিম উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাণ নিরূপণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে।


এএস