খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫


খাগড়াছড়িতে  স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: প্রতিনিধি।

সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

এই উপলক্ষে মঙ্গলবার‍ (১৯ আগস্ট) খাগড়াছড়ি শহরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। বিকাল ৩ টায় জেলা টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জেলার এবং বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, তাঁরা জাতীয় পতাকা ও দলীয় ব্যানার হাতে নিয়ে স্লোগানে শহর মুখরিত করেন ।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ  ওয়াদুদ ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, ‘স্বেচ্ছাসেবক দল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই সংগঠনের ভূমিকা অনস্বীকার্য।’ তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন  আবছার, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সাগর নোমান সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হৃদয়,এ ছাড়া ও‌ জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে, যেখানে স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।


এসডি/