ট্রাইব্যুনালে হাসিনার বিচার দাবি করলেন সাঈদী মামলার সাক্ষী সুখরঞ্জন বালি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৩ পিএম, ২১শে আগস্ট ২০২৫


ট্রাইব্যুনালে হাসিনার বিচার দাবি করলেন সাঈদী মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।


বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় হাজির হয়ে তিনি এ অভিযোগ দাখিল করেন।


আরও পড়ুন: তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে


রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম ও নির্যাতন চালানো হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে বন্দি অবস্থায় থাকতে হয়েছে।


উল্লেখ্য, সুখরঞ্জন বালি ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে হাজির হলেও আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। অল্প সময় পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ভারতের একটি কারাগারে তার অবস্থান মিলেছিল বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়।


আরও পড়ুন: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরু


অনেক বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরে আসেন তিনি। দীর্ঘ সময় পর এবার প্রকাশ্যে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে পেশ করলেন।


এএস