হাতিরঝিলে ফের বন্ধ ওয়াটার ট্যাক্সি, চরম দুর্ভোগে যাত্রীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৯ পিএম, ২১শে আগস্ট ২০২৫


হাতিরঝিলে ফের বন্ধ ওয়াটার ট্যাক্সি, চরম দুর্ভোগে যাত্রীরা
সংগৃহীত ছবি।

রাজধানীর হাতিরঝিলে দেড় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেছে ওয়াটার ট্যাক্সি সেবা। এবার বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে গেছেন ট্যাক্সি চালক ও সংশ্লিষ্ট কর্মীরা। ফলে প্রতিদিনের মতো যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।


গত সোমবার থেকে কর্মীরা কাজে যোগ না দেওয়ায় বন্ধ হয়ে আছে সেবা। অফিস যাত্রী থেকে শুরু করে নিয়মিত ব্যবহারকারীরা বিকল্প পথে যানজটের ভোগান্তি পোহাচ্ছেন।


করিম গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী মাসুম জামান জানান, প্রতিষ্ঠানের হয়ে ট্যাক্সি চালানো ও টিকেট বিক্রিসহ ৬০ জনের বেশি কর্মী কাজ করেন। তারা বেতন বাড়ানোর দাবিতে সেবা বন্ধ রেখেছেন। কবে চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


রাজউকের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকার বলেন, করিম গ্রুপের অভ্যন্তরীণ কারণে এ সেবা বন্ধ আছে। সম্ভবত কর্মীদের বেতন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান চাইলে এভাবে সেবা বন্ধ রাখতে পারে না। ইতোমধ্যে করিম গ্রুপকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।


এদিকে, ওয়াটার ট্যাক্সি বন্ধ থাকায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, কোনো ঘোষণা ছাড়াই সেবা বন্ধ করা অমানবিক। যানজট এড়াতে যারা এ পথে অভ্যস্ত ছিলেন, তারা এখন অতিরিক্ত সময় ও খরচ বহন করছেন।


উল্লেখ্য, এর আগে দেড় মাস আগে ইজারার কিস্তির ভাড়া বকেয়া থাকায় পাঁচদিনের জন্য বন্ধ ছিল এ সেবা।


২০১৬ সালের ১৬ ডিসেম্বর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সেবা চালু হয়। বর্তমানে ১৫টি ওয়াটার ট্যাক্সিতে দৈনিক প্রায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতেন।


এসডি/