ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্যানেলের ঘোষণা দেওয়া হয়।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ নামে ঘোষিত এ প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন উমামা ফাতেমা নিজেই। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূইয়া এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন জায়েদ আহমেদ।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর বিক্ষোভ, ৩ দফা দাবিতে সরব শিক্ষার্থীরা
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডাকসুর ২৮ পদে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা হয়নি ১৪৯টি।
অন্যদিকে ১৮টি হলে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেখানে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র, তবে জমা হয়নি ৩১৮টি।
আরও পড়ুন: বিকালে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা
স্বতন্ত্র প্যানেল ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত, রবিবার থেকে ‘ব্রেক দ্য সাইলেন্স’

শাবিপ্রবিতে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর বিক্ষোভ, ৩ দফা দাবিতে সরব শিক্ষার্থীরা

বিকালে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা
