ডাকসু নির্বাচন
বিকালে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ পিএম, ২১শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করা হবে।
সূত্রে জানা গেছে, উমামা ফাতেমার নেতৃত্বাধীন এই প্যানেলের নাম রাখা হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।
আরও পড়ুন: রাকসু নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত বিদেশি শিক্ষার্থীরা
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি পদে এবার মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও ১৪৯টি জমা হয়নি।
অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেখানে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা পড়েনি ৩১৮টি।
আরও পড়ুন: ডাকসুর ২৮ পদে লড়তে জমা পড়লো ৫০৯ মনোনয়ন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র প্যানেল ঘোষণাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এটি মূল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত, রবিবার থেকে ‘ব্রেক দ্য সাইলেন্স’

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা

শাবিপ্রবিতে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর বিক্ষোভ, ৩ দফা দাবিতে সরব শিক্ষার্থীরা
