রাকসু নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত বিদেশি শিক্ষার্থীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২২ পিএম, ২০শে আগস্ট ২০২৫


রাকসু নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত বিদেশি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিদেশি শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ থাকছে না। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় শহীদ মীর আব্দুল কাইয়ুম আন্তর্জাতিক ডরমিটরির শিক্ষার্থীদের নাম বাদ পড়ায় বিষয়টি সামনে আসে।


রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, বিদেশি শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই। যেহেতু ভোটাধিকার বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার, তাই জাতীয় পর্যায়ে তাদের ভোট দেওয়ার সুযোগ নেই, বিশ্ববিদ্যালয় পর্যায়েও নেই।


আরও পড়ুন: ডাকসুর ২৮ পদে লড়তে জমা পড়লো ৫০৯ মনোনয়ন


তিনি আরও জানান, রাকসুর গঠনতন্ত্রে এ বিষয়ে স্পষ্ট কোনো ধারা না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই নিয়ম অনুসরণ করেছে।


এর আগে, গত ৬ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায়ও বিদেশি শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন কিছু শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন পুনর্বিবেচনার কথা জানালেও শেষ পর্যন্ত বিদেশি শিক্ষার্থীরা ভোটের বাইরে থাকলেন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বাগছাসের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা


এ প্রসঙ্গে নেপালি শিক্ষার্থী সুমিত শর্মা বলেন, “প্রথমে ভেবেছিলাম, বিদেশি শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য আমাদের একজন প্রতিনিধি থাকা উচিত। কিন্তু অনেকেই এতে আগ্রহ দেখাননি, বরং কেউ কেউ বিরূপ মনোভাব প্রকাশ করেন। তাই বিষয়টি এগিয়ে নেওয়া হয়নি। এখন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় আমাদের আর কিছু করার নেই। তবে ভোটাধিকার থাকলে অন্তত পছন্দের কোনো বাংলাদেশি প্রার্থীকে সমর্থন জানাতে পারতাম।”


এএস