বাংলাদেশ-পাকিস্তান পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ২১শে আগস্ট ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ, সংশোধিত অধ্যাদেশ পাস
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে এই চুক্তি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা উভয় দেশেই ভিসামুক্তভাবে সফর করতে পারবেন।
আরও পড়ুন: কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন
প্রেস সচিব আরও জানান, পাকিস্তানের মতো এ ধরনের চুক্তি ইতিমধ্যে বাংলাদেশ ৩১টি দেশের সঙ্গে করেছে। এটিকে তিনি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রচলিত একটি ‘স্ট্যান্ডার্ড প্র্যাকটিস’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতিও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এএস