জাতীয় নির্বাচন
কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২১শে আগস্ট ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়।
তবে ব্যস্ততার কারণে প্রধান নির্বাচন কমিশনার বৈঠকে যোগ দিতে পারেননি। অন্যদিকে ইসি সচিব বর্তমানে জাপানে অবস্থান করছেন।
আরও পড়ুন: ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে উত্তেজনা
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, “কর্মপরিকল্পনার বিষয়গুলো আমরা আলোচনা শুরু করেছি। যেহেতু বিষয়বস্তু অনেক, তাই আজকের মধ্যে সব শেষ নাও হতে পারে। প্রয়োজনে রোববার বা সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত আলোচনা চলতে পারে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
আরও পড়ুন: সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন যে আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠিও নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে।
এএস