আবেগ নয়, যুক্তি দিয়ে এশিয়া কাপের পরিকল্পনা করছে বিসিবি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৯ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


আবেগ নয়, যুক্তি দিয়ে এশিয়া কাপের পরিকল্পনা করছে বিসিবি
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বরে বসবে এশিয়া কাপের এবারের আসর। যে টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করছে সব প্রতিযোগী দেশগুলো। 


পাকিস্তান ও ভারতের পর শুক্রবার (২২ আগস্ট) এশিয়া কাপের জন্য বাংলাদেশ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।


বাংলাদেশের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে ফেরানো হয়েছে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ, নাঈম শেখরা। দল ঘোষণার একদিন পর শনিবার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে হাজির হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 


আরও পড়ুন: ২-১ সপ্তাহে পাওয়ার হিটিং আয়ত্ত করা সম্ভব নয়: জুলিয়ান উড


এশিয়া কাপে কি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ দল? এমন প্রশ্নের উত্তরে লিপু বললেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’


অতীতে এশিয়া কাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ দলের। পরে প্রধান নির্বাচক উল্লেখ করেন এবং জানান যে বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। তবে ধাপে ধাপে খেলার পরামর্শও দেন তিনি। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন লিপু।


আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ


প্রধান নির্বাচক বলছিলেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’


এমএল/