লিড থাকা সত্ত্বেও বাহরাইনের কাছে হেরে গেল বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:০০ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


লিড থাকা সত্ত্বেও বাহরাইনের কাছে হেরে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে বাহরাইনে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে দ্বিতীয় ম্যাচে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের।


শুক্রবার (২২ আগস্ট) রাতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বাংলাদেশ ২-৪ গোলে হেরে যায়। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল, যেখানে দুটি গোল করেন মিরাজুল ইসলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণে ভাঙন ধরা পড়ে এবং টানা তিন গোল হজম করে হার মেনে নিতে হয়।


আরও পড়ুন: বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা


বাংলাদেশ ও বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচটি ফিফা টায়ার-২ স্বীকৃত হলেও ক্লোজড ডোর হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়নি। আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ০-১ গোলে হেরেছিল। ফলে দুই ম্যাচের প্রস্তুতি সফরে দুই হারের রেকর্ডে শেষ করতে হলো।


সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, “বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। ক্যাম্পে ২৪ জন রয়েছে এবং সবাইকে মাঠে নামানোর সুযোগ পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ জানাই এমন সুযোগ করে দেওয়ার জন্য।”


আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন সোহান-সাইফ


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আগামীকাল বাহরাইন থেকে দেশে ফিরবে। ঢাকায় কয়েকদিনের অনুশীলনের পর তারা ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানেই যোগ দেবেন ইতালি থেকে আসা কিউবা মিচেল ও ফাহমিদুল।


এএস