Logo

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ২২:৩৪
50Shares
বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ও ভেন্যু ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বসবে এ ড্র অনুষ্ঠান।

বিজ্ঞাপন

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বসবে এ ড্র অনুষ্ঠান। শুক্রবার (২৩ আগস্ট) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রথমে ধারণা করা হয়েছিল, লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। কারণ ১৯৯৪ সালের বিশ্বকাপের ড্র হয়েছিল সেখানেই। তবে শেষ পর্যন্ত আয়োজকরা রাজধানী ওয়াশিংটনকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল। অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, এবারের প্রতিযোগিতা হবে “১০৪টি সুপার বোলের সমান”। ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বজুড়ে, যেখানে অন্তত এক বিলিয়ন দর্শক উপভোগ করবেন এই আয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিফার নিয়ম অনুযায়ী, ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আট তৃতীয় স্থানধারী দল উঠবে নকআউট পর্বে।

অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি?”

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD