একাত্তরের অমীমাংসিত ইতোমধ্যে দুইবার নিষ্পত্তি হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০২ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


একাত্তরের অমীমাংসিত ইতোমধ্যে দুইবার নিষ্পত্তি হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যুগুলো ইতোমধ্যে দুইবার নিষ্পত্তি হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।


ইসহাক দার জানান, ১৯৭৪ সালে প্রথমবার বিষয়টির সমাধান হয় এবং সে সময়ের দলিল দুই দেশের জন্য ঐতিহাসিক ছিল। পরে ২০০০ সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে বিষয়টি পুনরায় সমাধান করেন। তাই তার মতে, একাত্তরের অমীমাংসিত ইস্যু আর বহাল নেই।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির উপস্থিতিতেই হাতাহাতি


তবে ঢাকার কূটনৈতিক মহল জানায়, বাংলাদেশের কাছে এখনো কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে- ১৯৭১ সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন, যৌথ সম্পদের ভাগাভাগি এবং ১৯৭০ সালে পাকিস্তানের পক্ষে নেওয়া বৈদেশিক সহায়তার পাওনা আদায়। বৈঠকে এসব বিষয় বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়।


দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান ইসহাক দার। আগমনের পর তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। এসব বৈঠকে রাজনৈতিক অঙ্গন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।


আরও পড়ুন: সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে: সিইসি


রোববার সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি কর্মসূচি সই হয়।


এএস