মোহাম্মদপুর থানার সেই ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তিন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলির তালিকায় আছেন মোহাম্মদপুর থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এই বদলির নির্দেশ কার্যকর হবে।
আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার
আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হয়েছে। একই সঙ্গে শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।
এর আগে, মাদক মামলা গায়েবসহ নানা অভিযোগে ওসি আলী ইফতেখার হাসানের বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার থানার সামনে মানববন্ধন করেন। তবে তার পক্ষে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগও ওঠে।
এএস