চীনের উদ্যোগ নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৪ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


চীনের উদ্যোগ নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ঘনিষ্ঠতা চীনের ত্রিপাক্ষিক উদ্যোগের অংশ নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


রবিবার (২৪ আগস্ট) ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: ৩৯ সেবা পেতে বাধ্যতামূলক হলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ


তৌহিদ হোসেন বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অযথা পিছিয়ে রাখা হয়েছিল। বর্তমান সরকার চায় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে, যেমনটি অন্যান্য দেশের সঙ্গে রয়েছে।


এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “সম্প্রতি সম্পর্ক উন্নয়নের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তা কোনোভাবেই চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক প্রস্তাবের সঙ্গে যুক্ত নয়।”


আরও পড়ুন: জাতীয় নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী


তবে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে চীনসহ অন্যান্য দেশকে নিয়ে আঞ্চলিক সংলাপ হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।


পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পাকিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক।


আরও পড়ুন: জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৬ রাজনৈতিক দল


তিনি জানান, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে আরও জোরদার করা হবে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আলাপ-আলোচনার মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


এএস