৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৬ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী
ফাইল ছবি ।

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে রবিবার (২৪ আগস্ট) দেখা যায়নি। তাই ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।


জাতীয় চাঁদ দেখা কমিটির রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।


আরও পড়ুন: আটরশি পীরের জীবনী


চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আরবি ১২ রবিউল আউয়াল প্রতি বছর হিজরি বর্ষ অনুযায়ী মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) স্মরণে ঈদে মিলাদুন্নবী পালিত হয়।


ঈদে মিলাদুন্নবীর দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে। উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহম্মদ (সা.) এবং ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালেই ইন্তেকাল করেন।


আরএক্স/