বাংলাদেশের প্রশংসা করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০ এএম, ২৫শে আগস্ট ২০২৫

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও রোহিঙ্গা ও বার্মা থেকে পালিয়ে আসা শরণার্থীদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতা ও নির্যাতনের শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে। বাংলাদেশ যে মানবিক কারণে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে, তার জন্য দেশটিকে সাধুবাদ জানানো হয়।
আরও পড়ুন: একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান
এছাড়া একইদিন কক্সবাজারে তিন দিনের ‘স্টেকহোল্ডার সম্মেলন’ শুরু হয়েছে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে। সোমবার ওই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস। সম্মেলনে প্রাপ্ত সুপারিশ ও বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করবে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযানের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগে কক্সবাজারে ক্যাম্পে বসবাস করছিল প্রায় ৪ লাখ রোহিঙ্গা। যদিও আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল, এখন পর্যন্ত প্রত্যাবাসন কার্যকর হয়নি।
আরও পড়ুন: সোমবার রোহিঙ্গা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাংলাদেশ বারবার রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি তুললেও আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আসছে ঢাকা।
এএস