ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট: শিবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমানের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যা দেওয়ার ঘটনায় সংগঠনটি বলেছে, তার বক্তব্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট।
রবিবার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের প্রাণ, হাজারো মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ ৫ আগস্ট স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। অথচ সেই ঐতিহাসিক আন্দোলনকে ‘কালো শক্তি’ আখ্যায়িত করে অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে।”
আরও পড়ুন: পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন: নায়েবে আমির ডা. তাহের
তারা অভিযোগ করেন, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করছেন এবং আন্দোলনের নেতৃত্বকে ‘রাজাকারের বাচ্চা’ বলে কটাক্ষ করছেন। এমনকি মুজিববাদকে ফিরিয়ে আনার প্রয়াসে তিনি নানা বক্তব্য দিচ্ছেন। বিএনপির উপদেষ্টা পদে থেকে ধারাবাহিকভাবে এমন বিতর্কিত মন্তব্য করলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে শিবিরের দাবি।
বিবৃতিতে নেতারা বলেন, “ফজলুর রহমান জুলাই যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য করে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। এতে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার পথ তৈরি হচ্ছে।”
আরও পড়ুন: বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদী
শিবিরের নেতারা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়—দলীয়ভাবে তার কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি দিতে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের সংঘবদ্ধ শক্তিগুলো জবাব দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
আরএক্স/