বক্তব্যে ভুল প্রমাণ হলে হাত জোড় করে ক্ষমা চাইবেন ফজলুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৬ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। এ কারণে দল থেকেও তাকে শোকজ নোটিস দেওয়া হয়েছে, যার জবাব তিনি যথাসময়ে দেবেন বলে জানিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সামনে এসে ফজলুর রহমান বলেন, তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, যদি তার বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দিতে পারেন, তাহলে হাত জোড় করে ক্ষমা চাইবেন।
আরও পড়ুন: ‘রুমিন ফারহানাসহ যেকোনও নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট’
তিনি বলেন, “আমার পুরো বক্তব্যটা সামনে আনতে হবে। শুধু ইউটিউবে দুই লাইন কেটে শিরোনাম বানালে হবে না। যদি কেউ প্রমাণ করতে পারেন আমি ভুল বলেছি, আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাইব।”
সম্প্রতি এক টকশোতে ফজলুর রহমান অভিযোগ করেছিলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো। সেই বক্তব্যকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন: ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক
বিতর্কের জেরে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয় ‘জুলাই আন্দোলন’-সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে সেখানেই নামাজ পড়তেও দেখা যায়। সকাল থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ও ‘জুলাই রাজবন্দী’ নামের সংগঠনগুলো অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
এএস