বাতিল হলো স্পেসএক্সের স্টারশিপ ১০-এর উৎক্ষেপণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

দক্ষিণ টেক্সাসের স্পেসএক্স স্টারবেস থেকে নির্ধারিত স্টারশিপ উৎক্ষেপণ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দশম স্টারশিপ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি।
স্পেসএক্স তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানায়, উৎক্ষেপণ স্থলে কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়ায় অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে। ফলে স্টারশিপ ১০-এর মহাকাশযাত্রা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী উৎক্ষেপণের নতুন সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কাজিকি’র আঘাতের আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি
এর আগে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, একই দিন রাতেই স্টারশিপ ১০ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন হয়নি।
এ নিয়ে চলতি বছরে স্পেসএক্সের একাধিক উৎক্ষেপণ ব্যর্থতার মুখে পড়ল। কখনো রকেট উৎক্ষেপণের পর বিস্ফোরিত হয়েছে, আবার কখনো উৎক্ষেপণের আগেই আগুন ধরে গেছে। তবুও মহাকাশ ভ্রমণ ও বাণিজ্যিক উৎক্ষেপণের সম্ভাবনা এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কাজ চালিয়ে যাচ্ছে।
এএস