অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন উমামা ফাতেমা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১০ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অন্য হলে অবস্থান করায় ক্ষমা চেয়েছেন।


বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী


উমামা ফাতেমা জানান, তিনি রাত ১০টার আগে রোকেয়া হলে প্রবেশ করেছিলেন। কিন্তু রাত ১টা ৩০ মিনিটে হলে প্রবেশ করেছেন বলে যে খবর প্রচারিত হচ্ছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, কোনো ধরনের নির্বাচনী প্রচারণা বা মিটিং নয়, বরং দীর্ঘদিনের মানসিক চাপে কিছুটা স্বস্তির জন্য বান্ধবীর সঙ্গে দেখা করতেই তিনি সেখানে গিয়েছিলেন।




তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ হল ছাড়া অন্য হলে অবস্থান করতে পারেন না। এই নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে উমামা ফাতেমা রোকেয়া হল প্রভোস্টের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন জমা দিয়েছেন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ


নিজের বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। যদিও তিনি অস্বীকার করেছেন যে হলে গিয়ে কখনো ভোট চেয়েছেন।


প্রভোস্টের কাছে করা দরখাস্তে উমামা স্বীকার করেন, অন্য হলে অবস্থান করা নিয়মবহির্ভূত। একই সঙ্গে তিনি প্রস্তাব দেন, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের অন্য হলে প্রবেশের সুযোগ সহজ করার।


এএস