ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এবারের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। দিন যত এগোচ্ছে, শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে নেতৃত্ব নির্বাচনের প্রশ্ন। প্রার্থীদের মধ্যেও পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি ভঙ্গের ইঙ্গিতসহ নানা বিষয় সামনে আসছে।
আরও পড়ুন: প্রশাসনিক ভবনে তালা, ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি প্রশাসন
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা অনলাইনে প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধুমাত্র সংশ্লিষ্ট হল ও দফতরে তালিকা উন্মুক্ত রাখা হবে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাইবার বুলিং প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুসারে, এবার মোট ৪৬২ জন প্রার্থী ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০২ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী রয়েছেন। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীতালিকা।
আরও পড়ুন: আশ্বাসের প্রতারণা: জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন-ইউজিসি-সরকারের ব্যর্থতা
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৮তম ডাকসু নির্বাচন। সেদিনই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে একযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

প্রশাসনিক ভবনে তালা, ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি প্রশাসন

আশ্বাসের প্রতারণা: জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন-ইউজিসি-সরকারের ব্যর্থতা

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি এবি জুবায়েরের
